Ad-1

if( aicp_can_see_ads() ) {

পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় ইতিহাসের কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা


ক্লার্কশিপ পরীক্ষা (2007):


  • আমির খসরু সেতার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন
  •  এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 
  • লোপামুদ্রা ,গার্গী এই বিদূষী মহিলাগণ বৈদিক যুগে ছিলেন
  •  দ্বিতীয় চন্দ্রগুপ্ত  পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান 
  • মহাবলীপুরমের আকারবিশিষ্ট মন্দিরগুলো নির্মিত হয়েছিল পল্লব রাজাদের আমলে 
  • গীতগোবিন্দ রচয়িতা জয়দেব বাংলায় লক্ষণ সেনের সভাকবি ছিলেন 
  • আকবরের রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল 
  • শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক 
  • ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি 
  • ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ১৯১১ সালে 
  • সম্পদের নিষ্কাশন এর সমালোচনা করেন রমেশচন্দ্র দত্ত
  •  ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি
  • নীলদর্পণ নাটকের রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র
  • ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন মাদাম কামা
  •  অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ 
  • গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল 
  • সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি  রচনা করেন  হরিষেণ
  • দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি বাজার ও  মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন 
  • কাবুলিয়াত ও পাট্টা ব্যবস্থা প্রচলন করেছিলেন শেরশাহ
  •  হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াস উদ্দিন মামুদ শাহ 
  •  আইন ই আকবরি -এর লেখক ছিলেন আবুল ফজল


 ক্লার্কশিপ পরীক্ষা (2006):


  • সীমান্ত গান্ধী বলা হয় আব্দুল গফফার খানকে
  •  শকাব্দ গণনা শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দে
  •  আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়
  •  আজাদ হিন্দ ফৌজ  প্রতিষ্ঠিত করেছিলেন রাজবিহারী বোস 
  • এলাহাবাদ প্রশস্তি তে সমুদ্রগুপ্তের  কীর্তি বর্ণনা করা হয়েছে
  •  বন্দেমাতোরম  রচনা করেন বঙ্কিমচন্দ্র 
  • শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রম্ভজিৎ গৌড়
  • চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের প্রধান নেতা ছিলেন সূর্যসেন 
  • পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল ১৭৬১ খ্রিস্টাব্দে 
  • দীন-ই-ইলাহী প্রবর্তন করেন আকবর 
  • চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস
  • ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়
  • ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু 
  • 1857 সালের বিদ্রোহের লালা রাজপথ রায় অংশগ্রহণ করেননি 
  • ত্রিপিটক পালি ভাষায় লিখিত 
  • বন্দেমাতরম সংগীত আনন্দমঠ গ্রন্থের অন্তর্ভুক্ত


ক্লার্কশিপ পরীক্ষা (2005):
  • বাজেয়াপ্ত নীতি (Doctrine of Lapse) প্রবর্তন করেন লর্ড ডালহৌসি 
  • উত্তরাংশের একমাত্র রাজ্য যারা জয় করতে পারেননি সেটি হল কাশ্মীর 
  • গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন 
  • কামরূপ প্রাচীন নাম ছিল আসামের 
  • মেঘদূতের  রচয়িতা ছিলেন কালিদাস 
  • মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল আলীগড়ে

ক্লার্কশিপ পরীক্ষা (2004):


  • ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন এ ভি আলেকজান্ডার
  •  গুনরাজ খান উপাধি লাভ করেছিলেন মালাধর বসু
  •  প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পান্ডু রঙ্গ
  •   অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন প্রমথনাথ মিত্র
  •  বিন্ধ্য অধিপতি নামে পরিচিত ছিলেন  গৌতমীপুত্র সাতকর্ণী 
  • আলাউদ্দিন খলজী ইকতা প্রথার বিলোপ ঘটান 
  • আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়
  •  শূদ্রকের মৃচ্ছকটিকম  নাটক প্রতিষ্ঠা করেন
  •  মিত্রমেলা প্রতিষ্ঠা করেন  ভি ডি সাভারকার 
  •  আলাউদ্দিন খলজী বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য একটি আইন চালু করেন 
  • দেশীয় সংবাদপত্র আইন জারি করেন লর্ড লিটন 
  • বঙ্গভঙ্গের আদেশ জারি করেন লর্ড কার্জন 
  • মেঘদূত' কাব্যের রচয়িতা ছিলেন কালিদাস
  • রত্নাবলী রচনা করেন হর্ষবর্ধন 
  • উর্দু ভাষার জন্ম হয় সুলতানি যুগে
  •  ফা হিয়েন এর ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত 


ক্লার্কশিপ পরীক্ষা (2002):
  • আলেকজান্ডার আক্রমণের সময় মগধে সম্রাট ছিলেন ধননন্দ 
  • আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ 
  • আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী 
  • আইন অমান্য আন্দোলন শুরু হয় ১৯৩০  খ্রিস্টাব্দে 
  • অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য 
  •  প্রথম ইউরোপীয় ছিলেন ক্লাইভ  যিনি প্রথম ভারত সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন

ক্লার্কশিপ পরীক্ষা (2000):
  • বন্দেমাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র
  •  সকলোত্তরপথনাথ বলা হয় হর্ষবর্ধনকে
  •  বুদ্ধচরিত লিখেছিলেন অশ্বঘোষ
  •  খ্রিস্টপূর্ব ৩২৭ সালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 
  • ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে 
  • দেবানাং প্রিয় প্রিয়দর্শী উপাধি ধারণ করেন সম্রাট অশোক
  • দীন-ই-ইলাহী প্রতিষ্ঠা করেন সম্রাট আকবর 
  • এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন হরিসেন
  •  ঋতুসংহার ভবভূতি রচনা করেন
  • বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
  • আইন-ই-আকবরী লিখেছিলেন আবুল ফজল
  •  হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮১৭ সালে
  •  ভগৎ সিং শহীদ হন ১৯৩০ সালে 
  • ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়
  • খাজুরাহো মন্দির যেখানে নৃত্য উৎসব অনুষ্ঠিত হয় সেটা তৈরি করেছিলেন চান্দেল রাজারা 
  • কার্জন হাজার ১৯১১ সালে বাংলা ভাগ রদ করেন 
  • লর্ড বেন্তিক (Lord Bentink) আইন করে  সতীদাহ প্রথা উচ্ছেদ করেন
  •  জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের ঘটনায় রবীন্দ্রনাথ ঠাকুর স্যার উপাধি বর্জন করেছিলেন
  •  সাঁওতাল বিদ্রোহ ১৮৫৫ সালে হয় 
  • মুসলিম লীগ ১৯৪০ সালে পাকিস্তান প্রস্তাব পাস করেছিল 
  • চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন 
  • কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৮৫৭ সালে
  •  শিখ ধর্মের প্রবর্তন করেন গুরু নানক 
  • মনসবদারী ব্যবস্থা চালু করেন আকবর 
  • নব্য বঙ্গ আন্দোলন গড়ে উঠেছিল ডিরজিও-এর প্রেরণায়
  • আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী 
  • ভারতীয় রাজাদের মধ্যে সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয় 
  • রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ
  • পথের দাবী ইংরেজ সরকারের দ্বারা নিষিদ্ধ হয়েছিল


কিছু অতিরিক্ত Oneliner আলোচনা


  • আইহোল শিলালিপিতে দ্বিতীয় পুলকেশী সম্বন্ধে বর্ণনা করা আছে 
  • খাজুরাহো মন্দির গুলো চান্দেলা রাজাদের কীর্তি 
  • অষ্টপ্রধান হলেন শিবাজীর আটজনের মন্ত্রিপরিষদ 
  • সিপাহী বিদ্রোহ হয়েছিল লর্ড ক্যানিং এর সময়ে
  • পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো চাষযোগ্য জমি হল কালিবঙ্গান
  •  বৃহদেশ্বর মন্দির তাঞ্জোরে অবস্থিত 
  • হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন 
  • মিনান্দার ব্যাকট্রিয় গ্রিক বংশের রাজা ছিলেন 
  • আলেকজান্ডার তৃতীয় দারায়ুসকে পরাজিত করে পারস্য জয় করেন 
  • অমৃতবাজার সম্পাদনা করতেন শিশির কুমার ঘোষ
  • কিংসফোর্ডকে হত্যার জন্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকী কে পাঠানো হয়েছিল
  •  শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন 
  • মীরজাফর এর পরবর্তী বাংলা নবাব ছিলেন মীর কাসিম 
  • গোলকুণ্ডা সঙ্গে  কুতুবশাহী   শাসনের সম্পর্ক আছে 
  • বৈদিক যুগে আর্যরা তেত্রিশটি দেবতার পূজা করতেন
  • জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তিনি ইংল্যান্ডে গিয়ে জেনারেল ডায়ার কে হত্যা করেন তার নাম হলো উধম সিং 
  • অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি 
  • জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড অনুষ্ঠিত হয় ১৯১৯ সালে 
  • নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়
  •  গান্ধীজীর অসহযোগ আন্দোলন খিলাফৎ আন্দোলনের সঙ্গে যুক্ত হয় 
  • ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন 
  • নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন ১৭৩৯ খ্রিস্টাব্দে
  • ১৮২৯ খ্রিস্টাব্দে রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল 
  • লালা রাজপথ রায় কে শের-ই-পাঞ্জাব বলা হয় 
  • যতীন্দ্রনাথ মুখার্জি বাঘাযতীন নামে পরিচিত ছিলেন 
  • ১৭৬৫ খ্রিস্টাব্দের বাংলায় দেওয়ানি প্রাপ্তি ঘটে ছিলআকবরের রাজত্বকালে শহরের শাসন ব্যবস্থার ভারপ্রাপ্ত কর্মচারী কে বকশি বলা হয়েছে
  •  কলকাতার মেডিকেল কলেজ স্থাপিত হয় ১৮৩৫ খ্রিস্টাব্দে 
  • ভারতের প্রথম প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদে ছিলেন না 
  • এস এন ব্যানার্জি কলকাতায় ভারত সভা (Indian Association) স্থাপন করেছিলেন 
  • স্বরাজ্য দলের একজন নেতার নাম হল চিত্তরঞ্জন দাস 
  • চেঙ্গিস খাঁর আসল নাম তেমুচিন 
  • গদর পার্টির হেডকোয়াটার ছিল সানফ্রান্সিসকোয়
  • দশ রাজার যুদ্ধ ঋগ্বেদ থেকে জানা যায়
  •  বুদ্ধদেব সর্বপ্রথম বুদ্ধগয়ায় তাঁর বাণী প্রচার করেছিলেন
  •  বাবরনামার লেখক ছিলেন বাবর
  •  ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন যে বি কৃপালিনী 
  • ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নেতা ছিলেন ডিরোজিও কনিষ্কের মস্তিষ্ক বিহীন মূর্তি মথুরা শিল্পের অন্তর্গত 
  • চৈনিক পর্যটক সপ্তম শতকে ভারতে আসেন
  •  প্রথম চন্দ্রগুপ্ত কর্তৃক প্রবর্তিত মুদ্রা নাম সুবর্ণ
  •  সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে 12 জন রাজাকে পরাজিত করেছিলেন 
  • জাতীয় কংগ্রেসের জনক অ্যালান অক্টোভিয়ান হিউম 
  • ভারত সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 
  • ভারতের প্রাচীনতম দর্শন সাংখ্য দর্শন
  • আসাম রাজ্য টি আকবর জয় করতে পারেননি
  • ইনক্লাব জিন্দাবাদ স্লোগান টি স্রষ্টা ছিলেন মোহাম্মদ ইকবাল 
  • ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম রাজনৈতিক সমিতি ছিল বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সমিতি
  •  দিল্লি তে কুতুবমিনার সমাপ্ত করেছিলেন ইলতুৎমিস
  •  রাইচুর দোয়াব অঞ্চল দখলের জন্য বাহমনী রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য সংঘর্ষে লিপ্ত হয়েছিল 
  • ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 
  • ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি থাকে তা সারনাথে আবিষ্কৃত হয়েছিল 
  • নাসিক প্রশস্তি প্রচার করেন গৌতমীপুত্র সাতকর্ণী
  • আলেকজান্ডার ১৯ মাস ভারতে ছিলেন 
  • ইবন বতুতা মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতে আসেন 
  • বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াস উদ্দিন মামুদ শাহ 
  • ১৮০৯ সালে ইংরেজদের সাথে রঞ্জিত সিং এর অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 
  • লর্ড ডালহৌসির আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল 
  • দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন 
  • সার্ভেন্টস অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন গোপালকৃষ্ণ গোখলে
  • লক্ষণ সেনের আমলে বক্তিয়ার খলজি  বাংলা জয় করেছিলেন
  • মেগাস্থিনিস সেলুকাসের দুত ছিলেন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.