Ad-1

if( aicp_can_see_ads() ) {

পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় ভূগোলে আগত কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা




ক্লার্কশিপ পরীক্ষা (2007) : ভূগোল 

1. সাতপুরা হল স্তুপ পর্বত
2. গুজরাটের প্রধান বন্দর হল কান্ডালা
3. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা
4. শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত কাবেরী নদীতে
5.ভারতের চা উৎপাদনে আসাম রাজ্য প্রথম স্থান অধিকার কর।
6. ভদ্রাবতীর  লৌহ  ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে  বাইলাডিলা থেকে।
7. কাথিয়াবাড় উপদ্বীপ অবস্থিত গুজরাট রাজ্যে ।
8. ভারতের জুন মাসে দিনের দৈর্ঘ্য বেশি হয়।
9. তিস্তা নদীর গিরিখাত দেখা যায় নদীর উচ্চগতিতে
10. ডেকান ট্র্যাপ ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত।
11. থর মরুভূমির চলমান বালিয়াড়ি গুলিকে বলা হয়  ধ্রিয়ান
12.  ছোটনাগপুর একটি ব্যবচ্ছিন্ন মালভূমি
13. নর্মদা নদীর উৎপত্তিস্থল হলো অমরকন্টক
14. দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র হলো কোয়েম্বাটুর
15. সহ্যাদ্রি পর্বতের একটি  ফাঁক  থলঘাট
16. রেগুর মৃত্তিকা  চুনে সমৃদ্ধ।
17. ভারতের শ্রেষ্ঠ  অভ্র বলয়  অবস্থিত  কোডার্মায়

ক্লার্কশিপ পরীক্ষা (2006) : ভূগোল 

18. ভারতের ধান সর্বাধিক পরিমাণ জমিতে চাষ করা হয় ।
19. ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার  ডিগবয়-এ  অবস্থিত।
 20. মরুদ্দ্যান সৃষ্টির মূলে বায়ুর সঞ্চয় ক্রিয়াটি দায়ী ।
 21. লুধিয়ানার  সঙ্গে পশম বয়ন শিল্প বেশি সংযুক্ত।
 22. ভারতের গুজরাট রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ।
 23. ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহর অবস্থিত ।
 24. চিত্রকলায় তাৎপর্যপূর্ণ অবদান হলো অজন্তা চিত্রকলা
 25. এসইজেড এর অর্থ হল স্পেশাল ইকোনমিক জোন
 26. ঝাড়খন্ড রাজ্যে মাইথন বাঁধ অবস্থিত ।
 27. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল গোদাবরী
 28. সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ।
 29. ভূতাত্ত্বিক গঠনের ক্ষেত্রে মেঘালয়ের সঙ্গে আরাবল্লী পর্বতের মিল আছে ।
 30.মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিল্প তথা সংস্কৃতিক কেন্দ্র মুথা নদীর তীরে পুনে শহরটি অবস্থিত।
 31. ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অক্টোবর-নভেম্বর মাসে লক্ষ করা যায় ।
 32. ভারতের মৌসুমী অনিশ্চয়তার সম্ভাব্য কারণ আয়ন বায়ু
 33. সোনালী তন্তু বলা হয় পাট কে ।
 34.ভারতে উৎপন্ন তৈল বীজ গুলোর মধ্যে অন্যতম প্রধান হলো সরিষা
 35. ভারতের একটি রেল ইঞ্জিন তৈরির কারখানা অবস্থিত পেরাম্বুর এ।

  ক্লার্কশিপ পরীক্ষা (2005) : ভূগোল 

36. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল গোদাবরী
37. রবি শস্য কাটা হয় মার্চ-এপ্রিল মাসে ।
38.মাইথন বাঁধ বরাকর নদীর উপর অবস্থিত।
39. ভিলাই কয়লা পায়  কোরবা  খনি থেকে ।
40.সোনা পাওয়া যায় কোলার এ।
41. কন্যাকুমারী অবস্থিত তামিলনাড়ুতে
42. রনথম্বোর সংরক্ষিত অরণ্য রাজস্থান রাজ্যে অবস্থিত ।


 ক্লার্কশিপ পরীক্ষা (2004) : ভূগোল 

43. হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্বে আড়াই হাজার কিলোমিটার বিস্তৃত ।
44. দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা হল  ৬০০-৭০০ মি।
45. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ চূড়া স্যাডেল পিক  শৌণক নামক স্থানে অবস্থিত ।
46. বক্সা নামক জায়গায় ব্যাঘ্র প্রকল্প আছে ।
47. ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত অরণ্য হল ক্রান্তীয়  আর্দ্র  পর্ণমোচী

48. নভসেবা মুম্বাইয়ে আধুনিক সামুদ্রিক বন্দর ।
49. ভারতের সংবিধানের 326 নং অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ আছে ।
50. সিন্ধু-গাঙ্গেয় সমভূমি উর্বরতার কারণ হলো অভিবাসিত পলি

ক্লার্কশিপ পরীক্ষা (2002) : ভূগোল 

 51.  ভারতে মার্চ-এপ্রিল মাসে আউশ ধান রোপন করা হয়।
 52.  শিবালিক ও লেসার হিমালয় পর্বতমালা এম এফ টি (MFT) দ্বারা বিচ্ছিন্ন ।
 53. নিরক্ষীয় জলবায়ুর এর সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়।
 54.  ভারতে বিস্তীর্ণ সমভূমি ভূ-প্রাকৃতিক অঞ্চল আয়তনে বৃহত্তম ।

ক্লার্কশিপ পরীক্ষা (2000) : ভূগোল 

55.ভারতের কৃষি ক্ষেত্রে সবুজ বিপ্লব আরম্ভ  হয় পাঞ্জাবে
56.গ্রীষ্মকালে রাজস্থানের আবহাওয়া সৃষ্টি হয় নিম্নচাপ কেন্দ্র
57. ম্যানগ্রোভ বন সুন্দরবন এ পাওয়া যায় ।
58. নাগার্জুন সাগর বহুমুখী নদী প্রকল্প কৃষ্ণা নদীর জল ব্যবহার করে।
59.ফারাক্কার জলাধার  পদ্মা  নদীর প্রবাহ কে প্রভাবিত করে ।
60. ভারতের উপর অবস্থিত অ্যালুমিনিয়াম তৈরি হয় বক্সাইট থেকে ।
61.অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর মধ্যভাগে পাওয়া যায়।
62.হিমালয়ের নাইস এক ধরনের রূপান্তরিত শিলা
63.ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা হিমালয় পাওয়া যায় ।
64 হীরাকুঁদ বহুমুখী নদী প্রকল্প-এর জলাধার মহানদী নদীর উপর অবস্থিত।
65. ময়ূরভঞ্জ হেমাটাইট খনিজ পদার্থের জন্য বিখ্যাত।
66. শীতকালে তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটায় মৌসুমী বায়ু।
67. Toda উপজাতি দক্ষিণ ভারতে বসবাস করে ।
68.জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত ।
69.ভারতের সর্বশ্রেষ্ঠ কফি চাষ হয় কর্নাটকে
70.ভারতের ব্যাঘ্র প্রকল্প সরকারি উদ্যোগ ডাবলু ডাবলু এফ সংস্থার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে ।

আমাদের সাথে facebook page এ যুক্ত থাকতে এই লিঙ্কে click  করুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.