ক্লার্কশিপ পরীক্ষা (2007) : সাধারন বিজ্ঞান
- স্কার্ভি রোগ প্রতিহত হয় ভিটামিন C এর দ্বারা ।
- বৃক্কের গঠন গত ও কার্যগত একক হল নেফ্রন ।
- কোষচক্রের S দশায় ডি এন এ (DNA)- এর দ্বিত্বকরন ঘটে ।
- কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাস গুলি হলঃ H2 ,CO এবং C6H6 বাষ্প ।
- আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো সোডিয়াম ।
- যান্ত্রিক সুবিধা সবসময় ১-এর কম হয় যে যন্ত্রটিতে সেটি হলো তৃতীয় শ্রেণীর লিভার ।
- যে শ্রেণীর অক্ষর গুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হলঃ OMU
- সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হল নিউক্লিয় সংযোজন ।
- যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হল হাইড্রোজেন ।
- একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি চারগুন হয় ।
- আলোক রশ্মি আপতিত হলে প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি ।
- ইউরিয়া যকৃতে সংশ্লেষিত হয় ।
- নেফ্রন এ গ্লোমেরুলাস থাক।
- কোষ পর্দা অর্ধভেদ্য পর্দার উদাহরণ ।
- গামা রশ্মি হল তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ।
ক্লার্কশিপ পরীক্ষা (2007) : সাধারন বিজ্ঞান
1.প্রোটিন জাতীয় খাদ্যের আবশ্যিক উপাদান হল নাইট্রোজেন ।
2. 4 ওহম রোধ বিশিষ্ট তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে । তারটির দুই প্রান্তের বিভব প্রভেদ হল 8 ভোল্ট ।
3. প্লাস্টিক তৈরি হয় ফরমালডিহাইডের সাথে বেনজিন এর বিক্রিয়ায় ।
4. মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম হল মস্তিষ্ক ।
5.বৈদ্যুতিক মেইন লাইন-এ ফিউজ তার ব্যবহার করা হয় । এই ফিউচার সংকর ধাতুর উপাদান গুলি হলঃ টিন এবং সিসা ।
6. একটি বস্তু কণা r- ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে পূর্ব অবস্থানে ফিরে আসে । বস্তুকণা টির সরণ শূন্য।
7.একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলঃ ব্যাঙের ছাতা।
8. রেকটিফাইড স্পিরিট হলঃ 95% ইথাইল অ্যালকোহল ও 5% জলের মিশ্রণ।
9. কোন একদিন বায়ুর উষ্ণতা এবং চাপ বৃদ্ধি পায় তাহলে বায়ুতে শব্দের বেগ প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায় ।
10. বৃক্ক থেকে নিঃসৃত প্রধান হরমোনটি হল রেনিন ।
11. গ্যালাকটোজ একটি একক শর্করা।
12. প্রজাপতি প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায় ।
13. KNO2 লবণ জলের ব্যতিক্রান্ত দ্রাব্যতা দেখায়।
14. টিন-এর প্রকৃতিজাত কোন আইসোটোপ নেই।
15. Bird Flu রোগটি মশার কামড়ে হয় না ।
16. মানুষের চোয়াল তৃতীয় শ্রেণীর লিভার।
17. সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ হলঃ ৮০ ক্যালরি / গ্রাম ।
18. একটি উত্তল লেন্স দ্বারা কোন বস্তুর সমান মাপের সদ প্রতিবিম্ব পাবার জন্য বস্তুটিকে রাখতে হবে লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বে।
19.বায়ুতে শব্দের বেগ চাপের উপর নির্ভরশীল নয় ।
20. যে যন্ত্রে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম প্রযোজ্য সেই যন্ত্রটি হল ডায়নামো।
ক্লার্কশিপ পরীক্ষা (2005) : সাধারন বিজ্ঞান
21. তড়িৎ শক্তি = তড়িৎ প্রবাহ x বিভব পার্থক্য ।
22. জলের টান এর জন্য যে হরমোন উদ্ভিদের স্টোমাটা আর বন্ধের জন্য দায়ী তা হলো অ্যাবসিসিক অ্যাসিড ।
23. লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিনের শতকরা পরিমাণ 34%
24. CaCl2 একটি উদগ্রাহী পদার্থ ।
25. মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা 31 জোড়া ।
26. ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ইনসুলিন ক্ষরণ করতে পারেনা ।
27. মস স্বভোজী নয় ।
তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক (Boiling Point) হলোঃ -253 ডিগ্রী সেলসিয়াস ।
28. 3 1H ও 18 8O এর সমন্বয়ে গঠিত ভারী জলের আণবিক ওজন হলো 18 .
29. একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় উত্তর বা দক্ষিণ মেরুতে ।
30. যার উপর ক্লোরিন চালনা করে ব্লিচিং পাউডার / Ca(OCl)Cl তৈরি হয় তা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
31. পলিপেপটাইড শৃংখল হলো অ্যামিনো অ্যাসিড গ্রুপের (group) শৃংখল ।
32. একটি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব (u) প্রতিবিম্ব-এর দূরত্বের (v) সমান হলে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দৈর্ঘ্য হবেঃ f = u/2
33. সকল সাধারণ গ্যাস কখনোই PV=nRT (যেখানে রাশিগুলো সাধারণ অর্থে ব্যবহৃত ) -এই সমীকরণটি মেনে চলে না।
34.নাইট্রোজেন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন হয়ঃ HNO2+HNO3
35 .প্রাণিজগতে সমসংস্থ অঙ্গের একটি উদাহরণ হল বাদুড়ের পাখা ও পাখির পাখা ।
36. যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জ্যানসেন ভ্রাতৃদ্বয় ।
মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রী F হলে সেন্টিগ্রেড স্কেলের এর মান হবেঃ 36.89 ডিগ্রী C
37. সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চালনের বিকিরণ শুষ্ক কঠিন কার্বন-ডাই-অক্সাইড
38. সমুদ্র তল বরাবর পৃথিবী পৃষ্ঠে গড় বায়ুচাপ হলঃ 1013.25 mb
39. কাঁঠাল হল একটি পুঞ্জিভূত ফল ।
40. একটি সমতল দর্পণ আপনার দিকে 2 সেন্টিমিটার সরিয়ে আনা হলে প্রতিবিম্ব টি আপনার দিকে 4 সেন্টিমিটার সরবে ।
41. nAm ও q Bp দুটি আইসোটোন হলে m+q= n+p এই সম্পর্কটি সঠিক ।
42. ইউরাফিন উপাদানটি কেবলমাত্র আরএনএ তে থাকে ।
ক্লার্কশিপ পরীক্ষা (2003) : সাধারন বিজ্ঞান
43. ইলেকট্রিক হিটার এ তাপ উৎপাদনের জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয় কারণ এর গলনাংক অতিউচ্চ ।
44. সালফিউরিক অ্যাসিড এর সঙ্গে Barium Chloride বিক্রিয়ায় সাদা অধঃক্ষেপ উৎপন্ন করে । 45. কোন মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চারিত হলে মাধ্যমের কণাগুলোর আন্দোলন তরঙ্গ সঞ্চালনের অভিমূখে হয় ।
46. ফনিমনসা উদ্ভিদের কান্ড পত্রের ন্যায় ।
47.দুধ থেকে দই প্রস্তুত করলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় ।
48.প্রয়োজনারিক্ত জল যে প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে পরিত্যক্ত হয় তাকে বলে বাষ্পমোচন । অ্যামিবা ,ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাংগাসের মধ্যে কেবলমাত্র ব্যাকটেরিয়ায় সজীব কোষে বংশবিস্তার করে ।
49. দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে বলে অ্যানাইসোগ্যামি ।
50. বিচিং পাউডার হলঃ Ca(OCl)Cl
51.স্থায়ী স্থায়ী চুম্বক তৈরির জন্য আমরা নরম লোহা ব্যবহার করি ।
52.একটি আলোকরশ্মি সমতল দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলিত হয়। দর্পণের তলগামী 53..কোন অক্ষের সাপেক্ষে দর্পণটিকে 15 ডিগ্রি কোণে আবর্তিত করা হলো । তাহলে প্রতিফলিত রশ্মি আবর্তন কোন হয় 30°
54. বংশগতির বিজ্ঞানের জনক হলেনঃ মেন্ডেল ।
55. লাফিং গ্যাস হলঃ NO2
ক্লার্কশিপ পরীক্ষা (2002) : সাধারন বিজ্ঞান
56. স্নায়ুতন্ত্র বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে ।
57. শুষ্ক বরফ কঠিন কার্বন-ডাই-অক্সাইড দিয়ে তৈরি হয় ।
58.ভোল্ট হলো তড়িৎচালক বলের একক।
59.ফিউজ তার যে ধাতু শংকর দিয়ে তৈরি হচ্ছে তা হল তামা এবং সিসা ।
60. 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 44 গ্রাম কার্বন-ডাই-অক্সাইড পাওয়া যায় ।
61.আর্কিওপ্টেরিক্স হলো একটি পাখির জীবাশ্ম ।
62.জারণ প্রক্রিয়ায় জৈব পদার্থ সমূহ যে তাপশক্তি উৎপন্ন করে তাকে বলে গ্লাইকোলাইসিস।
63.ভাইরাস একটি কোষ তত্বের ব্যতিক্রম ।
64.দার্শনিকের উল হলঃ ZnO.
65.গ্যালভানাইজেশন এ দস্তা ধাতু ব্যবহার করা হয়।
আমাদের সাথে facebook page এ যুক্ত থাকতে এই লিঙ্কে click করুন
15. Bird Flu রোগটি মশার কামড়ে হয় না ।
16. মানুষের চোয়াল তৃতীয় শ্রেণীর লিভার।
17. সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ হলঃ ৮০ ক্যালরি / গ্রাম ।
18. একটি উত্তল লেন্স দ্বারা কোন বস্তুর সমান মাপের সদ প্রতিবিম্ব পাবার জন্য বস্তুটিকে রাখতে হবে লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বে।
19.বায়ুতে শব্দের বেগ চাপের উপর নির্ভরশীল নয় ।
20. যে যন্ত্রে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম প্রযোজ্য সেই যন্ত্রটি হল ডায়নামো।
ক্লার্কশিপ পরীক্ষা (2005) : সাধারন বিজ্ঞান
21. তড়িৎ শক্তি = তড়িৎ প্রবাহ x বিভব পার্থক্য ।
22. জলের টান এর জন্য যে হরমোন উদ্ভিদের স্টোমাটা আর বন্ধের জন্য দায়ী তা হলো অ্যাবসিসিক অ্যাসিড ।
24. CaCl2 একটি উদগ্রাহী পদার্থ ।
25. মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা 31 জোড়া ।
26. ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ইনসুলিন ক্ষরণ করতে পারেনা ।
27. মস স্বভোজী নয় ।
তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক (Boiling Point) হলোঃ -253 ডিগ্রী সেলসিয়াস ।
28. 3 1H ও 18 8O এর সমন্বয়ে গঠিত ভারী জলের আণবিক ওজন হলো 18 .
29. একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় উত্তর বা দক্ষিণ মেরুতে ।
30. যার উপর ক্লোরিন চালনা করে ব্লিচিং পাউডার / Ca(OCl)Cl তৈরি হয় তা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
31. পলিপেপটাইড শৃংখল হলো অ্যামিনো অ্যাসিড গ্রুপের (group) শৃংখল ।
32. একটি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব (u) প্রতিবিম্ব-এর দূরত্বের (v) সমান হলে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দৈর্ঘ্য হবেঃ f = u/2
33. সকল সাধারণ গ্যাস কখনোই PV=nRT (যেখানে রাশিগুলো সাধারণ অর্থে ব্যবহৃত ) -এই সমীকরণটি মেনে চলে না।
34.নাইট্রোজেন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন হয়ঃ HNO2+HNO3
36. যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জ্যানসেন ভ্রাতৃদ্বয় ।
মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রী F হলে সেন্টিগ্রেড স্কেলের এর মান হবেঃ 36.89 ডিগ্রী C
37. সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চালনের বিকিরণ শুষ্ক কঠিন কার্বন-ডাই-অক্সাইড
38. সমুদ্র তল বরাবর পৃথিবী পৃষ্ঠে গড় বায়ুচাপ হলঃ 1013.25 mb
39. কাঁঠাল হল একটি পুঞ্জিভূত ফল ।
40. একটি সমতল দর্পণ আপনার দিকে 2 সেন্টিমিটার সরিয়ে আনা হলে প্রতিবিম্ব টি আপনার দিকে 4 সেন্টিমিটার সরবে ।
41. nAm ও q Bp দুটি আইসোটোন হলে m+q= n+p এই সম্পর্কটি সঠিক ।
42. ইউরাফিন উপাদানটি কেবলমাত্র আরএনএ তে থাকে ।
ক্লার্কশিপ পরীক্ষা (2003) : সাধারন বিজ্ঞান
43. ইলেকট্রিক হিটার এ তাপ উৎপাদনের জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয় কারণ এর গলনাংক অতিউচ্চ ।
44. সালফিউরিক অ্যাসিড এর সঙ্গে Barium Chloride বিক্রিয়ায় সাদা অধঃক্ষেপ উৎপন্ন করে । 45. কোন মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চারিত হলে মাধ্যমের কণাগুলোর আন্দোলন তরঙ্গ সঞ্চালনের অভিমূখে হয় ।
46. ফনিমনসা উদ্ভিদের কান্ড পত্রের ন্যায় ।
47.দুধ থেকে দই প্রস্তুত করলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় ।
48.প্রয়োজনারিক্ত জল যে প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে পরিত্যক্ত হয় তাকে বলে বাষ্পমোচন । অ্যামিবা ,ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাংগাসের মধ্যে কেবলমাত্র ব্যাকটেরিয়ায় সজীব কোষে বংশবিস্তার করে ।
49. দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে বলে অ্যানাইসোগ্যামি ।
50. বিচিং পাউডার হলঃ Ca(OCl)Cl
51.স্থায়ী স্থায়ী চুম্বক তৈরির জন্য আমরা নরম লোহা ব্যবহার করি ।
52.একটি আলোকরশ্মি সমতল দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলিত হয়। দর্পণের তলগামী 53..কোন অক্ষের সাপেক্ষে দর্পণটিকে 15 ডিগ্রি কোণে আবর্তিত করা হলো । তাহলে প্রতিফলিত রশ্মি আবর্তন কোন হয় 30°
54. বংশগতির বিজ্ঞানের জনক হলেনঃ মেন্ডেল ।
55. লাফিং গ্যাস হলঃ NO2
ক্লার্কশিপ পরীক্ষা (2002) : সাধারন বিজ্ঞান
56. স্নায়ুতন্ত্র বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে ।
57. শুষ্ক বরফ কঠিন কার্বন-ডাই-অক্সাইড দিয়ে তৈরি হয় ।
58.ভোল্ট হলো তড়িৎচালক বলের একক।
59.ফিউজ তার যে ধাতু শংকর দিয়ে তৈরি হচ্ছে তা হল তামা এবং সিসা ।
60. 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 44 গ্রাম কার্বন-ডাই-অক্সাইড পাওয়া যায় ।
61.আর্কিওপ্টেরিক্স হলো একটি পাখির জীবাশ্ম ।
62.জারণ প্রক্রিয়ায় জৈব পদার্থ সমূহ যে তাপশক্তি উৎপন্ন করে তাকে বলে গ্লাইকোলাইসিস।
63.ভাইরাস একটি কোষ তত্বের ব্যতিক্রম ।
64.দার্শনিকের উল হলঃ ZnO.
65.গ্যালভানাইজেশন এ দস্তা ধাতু ব্যবহার করা হয়।
আমাদের সাথে facebook page এ যুক্ত থাকতে এই লিঙ্কে click করুন
Please do not enter any spam link in the comment box