Ad-1

if( aicp_can_see_ads() ) {

ভারতের জাতীয় আন্দোলন



NATIONAL MOVEMENT OF INDIA

1.ইংরেজদের সঙ্গে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়  1802 খ্রিঃ -এ
 2.নানা ফড়নবিশ কে ভারতের মেকিয়াভেলি বলা হয় ।
 3.টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি হয়  1784 খ্রিঃ -এ।
 4. ত্রিশক্তি জোট (নিজাম, মারাঠা ও ইংরেজ ) এর সঙ্গে টিপু সুলতানের  শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয় 1792  খ্রিঃ -এ
 5. লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন 1798 খ্রিঃ -এ ।
 6.দেশীয় রাজন্যবর্গের মধ্যে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম ।
 7.1799 খ্রিঃ -এ   টিপু সুলতান চতুর্থ  ইং মহীশুর যুদ্ধে  পরাজিত ও নিহত হন ।
 8.1809 খ্রিঃ -এ  ইংরেজ ও রণজিত সিং এর মধ্যে মিত্রতা চুক্তি [Treaty of Amritsar, April 25 ] স্বাক্ষরিত হয় ।
 9.  1838  খ্রিঃ-এ   ইংরেজ ,  শাহ সুজা  ও রণজিত সিং মধ্যে ত্রিশক্তি মিত্রতা চুক্তি হয় ।
 10.1848    খ্রিঃ-এ  লর্ড ডালহৌসি  স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন ।
 11.দেওয়ানী কথার অর্থ রাজস্ব-সংক্রান্ত অধিকার ।
 12.বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন  লর্ড ক্লাইভ (1765 খ্রিঃ-এ)।
 13.বাংলায় দ্বৈত শাসন রদ  করেন ওয়ারেন হেস্টিংস (1772  খ্রিঃ -এ) ।
 14.রেগুলেটিং অ্যাক্ট (১৭৭৩) অনুযায়ী,  কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। সুপ্রিম কোর্টের     প্রথম বিচারপতি ছিলেন এলিজা ইম্পে।
 15.কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন 1793 খ্রিঃ -এ ।
 16. কর্নওয়ালিস ভ্রাম্যমান  আদালত স্থাপন করেন ।
 17. ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা (1781) প্রতিষ্ঠা  করেন।
 18.উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি (1784) প্রতিষ্ঠা করেন ।
 19. 1807  খ্রিঃ-এ   হিন্দু কলেজ , হেয়ার স্কুল , কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার  ( লর্ড ক্যানিং -এর সময় )।
 20. 1857 খ্রিঃ -  এর সময়  কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়  ।
 21. 1854 খ্রিঃ-এ  উডের  ডেসপ্যাচ ঘোষিত হয় ।
 22. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়  লর্ড বেন্টিংক -এর সময় 1835 সালে ।
 23.ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট ইংরেজি ভাষায় লেখা হয় (জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় ) ।
 24.বাংলায় গদ্য সাহিত্যের প্রথম বই  উইলিয়াম কেরির  কথোপকথন ।
 25.বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র উইলিয়াম কেরির সম্পাদিত সমাচারদর্পণ। 26.বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর' ।   27.রামমোহন রায় আত্মীয় সভা (1815 )প্রতিষ্ঠা করেন
 28. রামমোহন ব্রাহ্মসমাজ (1828)প্রতিষ্ঠা করেন , 1830 সালে স্থাপন করেন ব্রাহ্মসভা
 29. সতীদাহ প্রথা উইলিয়াম বেন্টিঙ্কের সহায়তায় 1829 সালে  রামমোহন রায় রদ করেন।
 30. বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় 1856 সালে
 31.সন্ন্যাসী বিদ্রোহ হয় 1763  সালে ,  চুয়াড় বিদ্রোহ হয় 1799 সালে ।
 32.ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম হল  তারিখ ই মহম্মদ দিয়া বা  মহম্মদ প্রদর্শিত পথ ।
 33.ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ ।
 34.তিতুমীরের আসল নাম হলো মীর নিসার আলীকোল বিদ্রোহ ঘটে 1831 সালে ।
 35.সাঁওতাল বিদ্রোহ ঘটে  1855  সালে .
 36.সিপাহী বিদ্রোহ হয় গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর সময় ।
 37.সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পান্ডে
 38.ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে 1858 সালে।
 39.মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় 1858 সালের  পয়লা নভেম্বর
 40. 1853  সালে  লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় ,বোম্বে থেকে থানে পর্যন্ত (21 মাইল) ।
 41. সরকারি অর্থে রেল চালু  হয়  গভর্নর জেনারেল লর্ড মেয়ো -র  আমলে ।
 42.ভারতের প্রথম চটকল স্থাপিত হয় 1855 সালে ।
 43. দাদাভাই নওরোজি লেখা বইটি হলো : "Poverty and Un-british Rule in India"
 44. লর্ড লিটন অস্ত্র আইন প্রবর্তন করেন 1878  সালে ।
 45. লর্ড লিটনের শাসনকালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ  আইন পাশ হয় 1876 সালে।
 46. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন  1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেন ।
 47. লর্ড রিপনের শাসনকালে ইলবার্ট বিল (1883)  পেশ  হয় ।
 48. বড়লাট লর্ড ডাফরিনের শাসনকালে অ্যালান অক্টোভিয়ান হিউম 1885 সালে  ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন ।
 49.বিষ্ণুচরন বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস কে বাংলার ওয়াট টাইলার বলা হয় ।
 50.  ১৮৬০  সালে  নীল কমিশন গঠন করা হয়।
 51.  ১৮৮২ সালে  লর্ড রিপনের শাসনকালে স্যার উইলিয়াম হান্টার এর নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয় ।
52.  1917 সালে  স্যার মাইকেল স্যাডলার নেতৃত্বে  স্যাডলার কমিশন গঠিত হয় ।
53.  মহাদেব গোবিন্দ রানাডে , আত্মারাম পান্ডু রঙ্গ  প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন ।
54. স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দের আর্য সমাজ প্রতিষ্ঠা করেন।
55. শিকাগো ধর্ম সম্মেলন হয়েছিল 1893 সালে ।
56. শুদ্ধি আন্দোলনের প্রবক্তা স্বামী দয়ানন্দ সরস্বতী
57.  তারা চেয়েছিল রুটি পেয়েছিলেন পাথরের টুকরো এই বক্তব্যটি লালা রাজপথ রায়ের ।
58. আলীগড় আন্দোলনের  স্রস্টা স্যার সৈয়দ আহমেদ খান
59.বঙ্গভঙ্গ ঘোষিত হয়  1905 এর  19 জুলাই  ।
60. বঙ্গভঙ্গ কার্যকর  হয়  1905 এর 16  অক্টোবর
61. বঙ্গভঙ্গ রদ হয় 1911 এর  12 ডিসেম্বর
62.বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে  জাতীয় সংগীত হিসেবে বন্দেমাতরম গানটি গাওয়া হয় ।
63.সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে বাংলার মুকুটহীন রাজা বলা হয় ।
64.কৃষ্ণকুমার মিত্র  সঞ্জীবনী পত্রিকায় সর্বপ্রথম বয়কটের আহ্বান জানান ।
65. আনন্দমোহন বসুর সভাপতিত্বে ফেডারেশন হলের (মিলন মন্দির)  ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ।
66. ডন সোসাইটি   প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়
67.1906 সালে সুরাট অধিবেশনের চরমপন্থী দল কংগ্রেস অধিবেশন ত্যাগ করে ।
68.1906 সালে ঢাকাতে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় ।
69.1909 সালে মর্লি   মিন্টো সংস্কার (Morley Minto reforms) প্রবর্তিত হয় ।
70.কলকাতায় 1902 সালে প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন।
71.1918 এর 11  ই আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসু কে  ফাঁসি দেওয়া হয় ।
72.গণপতি ও শিবাজী উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক
73.1899 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর গঠন করেন  মিত্রমেলা  পরে যেটির নাম পরিবর্তন  হয়ে অভিনব ভারত হিসাবে পরিচিতি লাভ করে ।
74. ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা   1905 সালে লন্ডনে ।
75.  ইন্ডিয়ান হোমরুল লীগ অ্যানি বেসান্ত 1916 সালে প্রতিষ্ঠা করেন ।
76.  1929 খ্রিস্টাব্দের 31 শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার আদর্শ গ্রহণ করা হয় জহরলাল নেহেরুর উদ্যোগে ।
77. এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
78  সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে  রবীন্দ্রনাথ দেশনায়ক আখ্যা দেন ।
79. বাঘা যতীনের আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 
80. 1913 সালের লালা হরদয়াল সানফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন।
81. 1915 সালে বুড়িবালামের যুদ্ধ হয় ।
82. গান্ধীজীর রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে
83. চম্পারন সত্যাগ্রহ শুরু হয় 1917 সালে বিহারের  চম্পারনে
84  খেদা সত্যগ্রহ হয় 1918 সালে ।
85. 1916  সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ।
86. 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার অর্থাৎ শাসনতান্ত্রিক সংস্কার আইন পাশ হয়।
87. 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন চালু হয় ।
88. 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল অমৃতসরের জালিওনাবাগ এ হত্যাকান্ড সংঘটিত হয় ।
89. অহিংস অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলন  শুরু হয়  1920 খ্রিস্টাব্দে।
90. 1922, 5th February  উত্তরপ্রদেশের গোরক্ষপুরে জেলার চৌরিচৌরা থানায় উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করলে 22 জন পুলিশ মারা যায় ।
91. 1923 সালে মতিলাল নেহেরু ও  চিত্তরঞ্জন দাশ স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন ।
92. 1927 সালে সাইমন কমিশন গঠিত হয় ।
93. 1928 সালে নেহেরু রিপোর্ট পেশ হয়।
94. 1930, 12 March   গান্ধীজী  ডান্ডি অভিযান শুরু করেন।
95. 1930, 6 এপ্রিল মাসে আইন অমান্য আন্দোলন শুরু হয় ।
96. 1930,18 এপ্রিল মাসে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সংঘটিত হয় ।
97. বি.বা.দী  নামে পরিচিত বিনয়কৃষ্ণ বসু  , বাদল গুপ্ত , দীনেশ গুপ্ত ।
98. 1931 খ্রিঃ-এ  গান্ধী- আরউইন  চুক্তি (দিল্লি চুক্তি) স্বাক্ষরিত হয় ।
99. 1932 খ্রিঃ-এর 16  আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী Ramsay Macdonald  সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেন ।
100. 1932 খ্রিঃ-এ গান্ধী আম্বেদকর পুনা চুক্তি করেন ।
101. 1929 খ্রিঃ-এর   মুসলিম লীগের দিল্লি অধিবেশনে জিন্নাহ 14 দফা দাবি পেশ করেন ।
102. 1920 খ্রিঃ-এ  AITUC  গঠিত হয় । প্রথম অধিবেশন বোম্বাইতে হয় । সভাপতি ছিলেন লাজপত রায়।
103. 1929 খ্রিঃ-এ    কংগ্রেসের লাহোর অধিবেশনে জহরলাল নেহেরু সভাপতি হয়েছিলেন ।
104. 1938 খ্রিঃ-এ  কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসুর সভাপতি নির্বাচিত হন।
105. 1939 খ্রিঃ-এ কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে  পুনরায় সভাপতি পদে নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু
106. 1939 খ্রিঃ-এ  সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন ।
107. 1943 খ্রিঃ-এ রাজবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ।
108. 1946 খ্রিঃ-এর  February মাসে ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা ।
109. 1946 খ্রিঃ-এর  24 March  দিল্লিতে মন্ত্রী কমিশন উপস্থিত হয়।
110.1946 খ্রিঃ-এর  2 nd September  সেপ্টেম্বরে জহরলাল নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ।
111. 1947 খ্রিঃ-এর 24 March মাউন্টব্যাটেন ভারতের গ্রহণ করেন ।
112 . 1947 খ্রিঃ-এর  4th July ব্রিটিশ পার্লামেন্ট  ভারতীয় স্বাধীনতা আইন পাস করে । 18 ই জুলাই যেটি  রাজকীয়  সম্মতি লাভ করে । এই আইন অনুযায়ী 15 ই আগস্ট ভারত বিভক্ত হলো এবং ভারত ও পাকিস্তান ডোমিনিয়ন এর হাতে হস্তান্তরিত হল ।

আমাদের সঙ্গে যুক্ত  থাকতে এখানে দেওয়া  facebook লিংকটি  ক্লিক করুন ।



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.