NATIONAL MOVEMENT OF INDIA
1.ইংরেজদের সঙ্গে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় 1802 খ্রিঃ -এ।
2.নানা ফড়নবিশ কে ভারতের মেকিয়াভেলি বলা হয় ।
3.টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি হয় 1784 খ্রিঃ -এ।
4. ত্রিশক্তি জোট (নিজাম, মারাঠা ও ইংরেজ ) এর সঙ্গে টিপু সুলতানের শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয় 1792 খ্রিঃ -এ।
5. লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন 1798 খ্রিঃ -এ ।
6.দেশীয় রাজন্যবর্গের মধ্যে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম ।
7.1799 খ্রিঃ -এ টিপু সুলতান চতুর্থ ইং মহীশুর যুদ্ধে পরাজিত ও নিহত হন ।
8.1809 খ্রিঃ -এ ইংরেজ ও রণজিত সিং এর মধ্যে মিত্রতা চুক্তি [Treaty of Amritsar, April 25 ] স্বাক্ষরিত হয় ।
9. 1838 খ্রিঃ-এ ইংরেজ , শাহ সুজা ও রণজিত সিং মধ্যে ত্রিশক্তি মিত্রতা চুক্তি হয় ।
10.1848 খ্রিঃ-এ লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন ।
11.দেওয়ানী কথার অর্থ রাজস্ব-সংক্রান্ত অধিকার ।
12.বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ (1765 খ্রিঃ-এ)।
13.বাংলায় দ্বৈত শাসন রদ করেন ওয়ারেন হেস্টিংস (1772 খ্রিঃ -এ) ।
14.রেগুলেটিং অ্যাক্ট (১৭৭৩) অনুযায়ী, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন এলিজা ইম্পে।
15.কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন 1793 খ্রিঃ -এ ।
16. কর্নওয়ালিস ভ্রাম্যমান আদালত স্থাপন করেন ।
17. ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা (1781) প্রতিষ্ঠা করেন।
18.উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি (1784) প্রতিষ্ঠা করেন ।
19. 1807 খ্রিঃ-এ হিন্দু কলেজ , হেয়ার স্কুল , কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ( লর্ড ক্যানিং -এর সময় )।
20. 1857 খ্রিঃ - এর সময় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ।
21. 1854 খ্রিঃ-এ উডের ডেসপ্যাচ ঘোষিত হয় ।
22. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় লর্ড বেন্টিংক -এর সময় 1835 সালে ।
23.ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট ইংরেজি ভাষায় লেখা হয় (জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় ) ।
24.বাংলায় গদ্য সাহিত্যের প্রথম বই উইলিয়াম কেরির কথোপকথন ।
25.বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র উইলিয়াম কেরির সম্পাদিত সমাচারদর্পণ। 26.বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর' । 27.রামমোহন রায় আত্মীয় সভা (1815 )প্রতিষ্ঠা করেন
28. রামমোহন ব্রাহ্মসমাজ (1828)প্রতিষ্ঠা করেন , 1830 সালে স্থাপন করেন ব্রাহ্মসভা।
29. সতীদাহ প্রথা উইলিয়াম বেন্টিঙ্কের সহায়তায় 1829 সালে রামমোহন রায় রদ করেন।
30. বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় 1856 সালে ।
31.সন্ন্যাসী বিদ্রোহ হয় 1763 সালে , চুয়াড় বিদ্রোহ হয় 1799 সালে ।
32.ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম হল তারিখ ই মহম্মদ দিয়া বা মহম্মদ প্রদর্শিত পথ ।
33.ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ ।
34.তিতুমীরের আসল নাম হলো মীর নিসার আলী । কোল বিদ্রোহ ঘটে 1831 সালে ।
35.সাঁওতাল বিদ্রোহ ঘটে 1855 সালে .
36.সিপাহী বিদ্রোহ হয় গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর সময় ।
37.সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পান্ডে ।
38.ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে 1858 সালে।
39.মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় 1858 সালের পয়লা নভেম্বর ।
40. 1853 সালে লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় ,বোম্বে থেকে থানে পর্যন্ত (21 মাইল) ।
41. সরকারি অর্থে রেল চালু হয় গভর্নর জেনারেল লর্ড মেয়ো -র আমলে ।
42.ভারতের প্রথম চটকল স্থাপিত হয় 1855 সালে ।
43. দাদাভাই নওরোজি লেখা বইটি হলো : "Poverty and Un-british Rule in India"
44. লর্ড লিটন অস্ত্র আইন প্রবর্তন করেন 1878 সালে ।
45. লর্ড লিটনের শাসনকালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1876 সালে।
46. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেন ।
47. লর্ড রিপনের শাসনকালে ইলবার্ট বিল (1883) পেশ হয় ।
48. বড়লাট লর্ড ডাফরিনের শাসনকালে অ্যালান অক্টোভিয়ান হিউম 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন ।
49.বিষ্ণুচরন বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস কে বাংলার ওয়াট টাইলার বলা হয় ।
50. ১৮৬০ সালে নীল কমিশন গঠন করা হয়।
51. ১৮৮২ সালে লর্ড রিপনের শাসনকালে স্যার উইলিয়াম হান্টার এর নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয় ।
52. 1917 সালে স্যার মাইকেল স্যাডলার নেতৃত্বে স্যাডলার কমিশন গঠিত হয় ।
53. মহাদেব গোবিন্দ রানাডে , আত্মারাম পান্ডু রঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন ।
54. স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দের আর্য সমাজ প্রতিষ্ঠা করেন।
55. শিকাগো ধর্ম সম্মেলন হয়েছিল 1893 সালে ।
56. শুদ্ধি আন্দোলনের প্রবক্তা স্বামী দয়ানন্দ সরস্বতী
57. তারা চেয়েছিল রুটি পেয়েছিলেন পাথরের টুকরো এই বক্তব্যটি লালা রাজপথ রায়ের ।
58. আলীগড় আন্দোলনের স্রস্টা স্যার সৈয়দ আহমেদ খান ।
59.বঙ্গভঙ্গ ঘোষিত হয় 1905 এর 19 জুলাই ।
60. বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 এর 16 অক্টোবর ।
61. বঙ্গভঙ্গ রদ হয় 1911 এর 12 ডিসেম্বর ।
62.বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জাতীয় সংগীত হিসেবে বন্দেমাতরম গানটি গাওয়া হয় ।
63.সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে বাংলার মুকুটহীন রাজা বলা হয় ।
64.কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকায় সর্বপ্রথম বয়কটের আহ্বান জানান ।
65. আনন্দমোহন বসুর সভাপতিত্বে ফেডারেশন হলের (মিলন মন্দির) ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ।
66. ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়
67.1906 সালে সুরাট অধিবেশনের চরমপন্থী দল কংগ্রেস অধিবেশন ত্যাগ করে ।
68.1906 সালে ঢাকাতে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় ।
69.1909 সালে মর্লি মিন্টো সংস্কার (Morley Minto reforms) প্রবর্তিত হয় ।
70.কলকাতায় 1902 সালে প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন।
71.1918 এর 11 ই আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসু কে ফাঁসি দেওয়া হয় ।
72.গণপতি ও শিবাজী উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক ।
73.1899 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর গঠন করেন মিত্রমেলা পরে যেটির নাম পরিবর্তন হয়ে অভিনব ভারত হিসাবে পরিচিতি লাভ করে ।
74. ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা 1905 সালে লন্ডনে ।
75. ইন্ডিয়ান হোমরুল লীগ অ্যানি বেসান্ত 1916 সালে প্রতিষ্ঠা করেন ।
76. 1929 খ্রিস্টাব্দের 31 শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার আদর্শ গ্রহণ করা হয় জহরলাল নেহেরুর উদ্যোগে ।
77. এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
78 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে রবীন্দ্রনাথ দেশনায়ক আখ্যা দেন ।
79. বাঘা যতীনের আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
80. 1913 সালের লালা হরদয়াল সানফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন।
81. 1915 সালে বুড়িবালামের যুদ্ধ হয় ।
82. গান্ধীজীর রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে।
83. চম্পারন সত্যাগ্রহ শুরু হয় 1917 সালে বিহারের চম্পারনে।
84 খেদা সত্যগ্রহ হয় 1918 সালে ।
85. 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ।
86. 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার অর্থাৎ শাসনতান্ত্রিক সংস্কার আইন পাশ হয়।
87. 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন চালু হয় ।
88. 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল অমৃতসরের জালিওনাবাগ এ হত্যাকান্ড সংঘটিত হয় ।
89. অহিংস অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলন শুরু হয় 1920 খ্রিস্টাব্দে।
90. 1922, 5th February উত্তরপ্রদেশের গোরক্ষপুরে জেলার চৌরিচৌরা থানায় উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করলে 22 জন পুলিশ মারা যায় ।
91. 1923 সালে মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাশ স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন ।
92. 1927 সালে সাইমন কমিশন গঠিত হয় ।
93. 1928 সালে নেহেরু রিপোর্ট পেশ হয়।
94. 1930, 12 March গান্ধীজী ডান্ডি অভিযান শুরু করেন।
95. 1930, 6 এপ্রিল মাসে আইন অমান্য আন্দোলন শুরু হয় ।
96. 1930,18 এপ্রিল মাসে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সংঘটিত হয় ।
97. বি.বা.দী নামে পরিচিত বিনয়কৃষ্ণ বসু , বাদল গুপ্ত , দীনেশ গুপ্ত ।
98. 1931 খ্রিঃ-এ গান্ধী- আরউইন চুক্তি (দিল্লি চুক্তি) স্বাক্ষরিত হয় ।
99. 1932 খ্রিঃ-এর 16 আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী Ramsay Macdonald সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেন ।
100. 1932 খ্রিঃ-এ গান্ধী আম্বেদকর পুনা চুক্তি করেন ।
101. 1929 খ্রিঃ-এর মুসলিম লীগের দিল্লি অধিবেশনে জিন্নাহ 14 দফা দাবি পেশ করেন ।
102. 1920 খ্রিঃ-এ AITUC গঠিত হয় । প্রথম অধিবেশন বোম্বাইতে হয় । সভাপতি ছিলেন লাজপত রায়।
103. 1929 খ্রিঃ-এ কংগ্রেসের লাহোর অধিবেশনে জহরলাল নেহেরু সভাপতি হয়েছিলেন ।
104. 1938 খ্রিঃ-এ কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসুর সভাপতি নির্বাচিত হন।
105. 1939 খ্রিঃ-এ কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু ।
106. 1939 খ্রিঃ-এ সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন ।
107. 1943 খ্রিঃ-এ রাজবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ।
108. 1946 খ্রিঃ-এর February মাসে ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা ।
109. 1946 খ্রিঃ-এর 24 March দিল্লিতে মন্ত্রী কমিশন উপস্থিত হয়।
110.1946 খ্রিঃ-এর 2 nd September সেপ্টেম্বরে জহরলাল নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ।
111. 1947 খ্রিঃ-এর 24 March মাউন্টব্যাটেন ভারতের গ্রহণ করেন ।
112 . 1947 খ্রিঃ-এর 4th July ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে । 18 ই জুলাই যেটি রাজকীয় সম্মতি লাভ করে । এই আইন অনুযায়ী 15 ই আগস্ট ভারত বিভক্ত হলো এবং ভারত ও পাকিস্তান ডোমিনিয়ন এর হাতে হস্তান্তরিত হল ।
আমাদের সঙ্গে যুক্ত থাকতে এখানে দেওয়া facebook- লিংকটি ক্লিক করুন ।
Please do not enter any spam link in the comment box