- সিন্ধু সভ্যতার বৃহৎ শস্যাগার হরপ্পাতে আবিষ্কৃত হয়
- সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার মহেঞ্জোদারোতে পাওয়া যায়
- মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তুপ
- আর্যদের প্রধান ধর্মগ্রন্থ বেদ
- উপনিষদ এর অপর নাম বেদান্ত
- ঋকবৈদিক যুগের সভ্যতা পিতৃতান্ত্রিক ছিল
- সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক
- আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রা নিস্ক ও মনা
- শেষ তীর্থঙ্কর মহাবীর
- ২৩ তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ
- মহাবীরের জন্ম আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালী উপকণ্ঠে কুন্দগ্রামে
- 468 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের কাছে পাবাপুরি নামক স্থানে
- তীর্থঙ্কর কথার অর্থ মুক্তির পথ নির্মাণকারী
- প্রথম জৈন সংগীতি অনুষ্ঠিত হয় পাটালিপুত্রে
- দ্বিতীয় জৈন সংগীতি অনুষ্ঠিত হয় গুজরাটের বলভিতে (খ্রিস্টীয় ষষ্ঠ শতক)
- বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ
- গৌতম বুদ্ধের জন্ম 567 খ্রিস্টপূর্বাব্দ (মতান্তরে 563 খ্রিস্টপূর্বাব্দ )কপিলাবস্তু কাছে লুম্বিনী উদ্যানে
- প্রয়াণ 487 খ্রিস্টপূর্বাব্দে (মতান্তরে 483 খ্রিস্টপূর্বাব্দ) মল্ল রাজ্যের রাজধানী কুশিনগরে
- বৌদ্ধ ধর্মের ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় রচিত
- প্রথম বৌদ্ধ সম্মেলন হয় মগধের রাজগৃহে
- দ্বিতীয় বৌদ্ধ সংগীতি সম্মেলন হয় বৈশালীতে (কালাশোক বা কাকবর্ণ)
- তৃতীয় বৌদ্ধ সংগীতি সম্মেলন হয় পাটালিপুত্রে ( অশোকের সময় )
- চতুর্থ বৌদ্ধ সংগীতি সম্মেলন হয় কাশ্মীরের কুন্তল বনবিহারে কিংবা পাঞ্জাবের জলন্ধরে
- বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহন কারী দুজন রাজা ছিলেন প্রসেনজিৎ (কোশলরাজ) এবং বিম্বিসার (মগধরাজ) ।
- বিম্বিসারের সময় গৌতম বুদ্ধ ও মহাবীর নিজে নিজে ধর্মমত প্রচার করেন।
- Haryanka dynasty (বংশের) -এর প্রতিষ্ঠাতা বিম্বিসার শেষ রাজা নাগদশক ।
- শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ , শেষ রাজা কালাশোক ।
- নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ , শেষ রাজা ধননন্দ।
- মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ রাজা বৃহদ্রথ ।
- কুষাণ বংশের প্রতিষ্ঠাতা প্রথম কদফিসিস , শেষ রাজা বাসুদেব ।
- সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক ,শেষ রাজা যজ্ঞশ্রী সাতকর্ণী (শক্তিশালী রাজা)
- গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত , শেষ রাজা দ্বিতীয় জীবিত গুপ্ত ।
- বিম্বিসারের সময় মগধের রাজধানী ছিল রাজগৃহ ।
- চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন গ্রীক দূত মেগাস্থিনিস।
- বিন্দুসারের সময় মগধের রাজধানী ছিল রাজগৃহ ।
- বিন্দুসারের উপাধি অমিত্রাঘাত ।
- মৌর্য যুগের প্রবর্তিত দুই প্রকার কর ভাগ ও বলি ।
- অশোকের সিংহাসন আরোহন কাল - 273 খ্রিস্টপূর্বাব্দ ।
- আলেকজান্ডার 327 খ্রীষ্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন ।
- আলেকজান্ডার 323 খৃস্ট পূর্বাব্দে বত্রিশ বছর বয়সে মারা যান ।
- হিদাসপিসের যুদ্ধ হয় আলেকজান্ডার ও পুরুর মধ্যে ।
- অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন উপগুপ্ত এর কাছে ।
- ভারতের এটিলা বলা হয় মিহিরকুল কে ।
- মৌর্য যুগের খাসজমি কে বলা হতো সীতা ।
- স্কন্দ গুপ্তের মৃত্যুর পর ভারত আক্রমণ হয়েছিল মিহিরকুলের পুত্র তোর মান এর নেতৃত্বে ।
- পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল , শেষ রাজা মদনপাল ।
- সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন , শেষ রাজা কেশব সেন ।
- বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী , শেষ রাজা দ্বিতীয় কৃতি বর্মন ।
- রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তিদুর্গ ,শেষ রাজা চতুর্থ অমোঘবর্ষ ।
- কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা দ্বিতীয় তৈল এবং শেষ রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য।
- বাংলার সার্বভৌম নরপতি হলেন শশাঙ্ক ।
- গৌড়রাজ শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ ।
- পুষ্যভূতি রাজাদের রাজধানী থানেশ্বর
- হর্ষবর্ধনের সময় চীনা পর্যটক হিউয়েন সাঙ ভারতে আসেন
- ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল পাল , গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট -দের মধ্যে ।
- বাংলার মাৎস্যন্যায় যুগের সময়কাল 637 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ ।
- সেন যুগে পুরান ও কর্পদক পুরান নামে দুই ধরনের মুদ্রা প্রচলিত হয় ।
- পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে ।
- সন্ধ্যাকার নন্দী রচিত রামচরিত রামপালের উদ্দেশ্যে রচিত ।
- কৌলীন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন ।
- জয়দেব , ধোয়ী ,হলায়ুধ ছিলেন লক্ষণ সেনের সভাকবি ।
- বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠা দ্বিতীয় পুলকেশী ।
- চোলদের সর্বশ্রেষ্ঠ রাজা প্রথম রাজেন্দ্র চোল
- মহাবলীপুরমের বিখ্যাত রথ ও মন্দির পল্লব রাজ প্রথম নরসিংহ বর্মন এর আমলে তৈরি হয় ।
- পাল যুগের দুজন শ্রেষ্ঠ শিল্পী (ভাস্কর) বিমান ও বীত পাল ।
- বিলহন ও বিজ্ঞানেশ্বর হলো ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি ।
- অজন্তা গুহা মন্দির নির্মিত হয় গুপ্ত যুগে
- এলিফ্যান্টা গুহা মন্দির নির্মিত হয় চালুক্য যুগে
- ইলোরা গুহা মন্দির নির্মিত হয় রাষ্ট্রকুট যুগে
- অতীশ কথার অর্থ হল প্রভু । দ্বিতীয় বুদ্ধ বলা হয় অতীশ দীপঙ্করকে ।
- পাল ও সেন যুগের বাংলাদেশের শ্রেষ্ঠ বন্দর হলো তাম্রলিপ্ত বন্দর ।
- 712 খ্রিস্টাব্দে রাওয়ের যুদ্ধে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা সিন্ধু রাজ দাহির কে পরাজিত করে সিন্ধুদেশ দখল করে ।
- সুলতান মাহমুদ ১৭ বার (১০০০-১০২৭ খ্রিঃ) ভারত আক্রমণ করেন ।
- সুলতান মাহমুদ কে বাৎসিকান বলা হয় । বাৎসিকান -এর অর্থ মূর্তিভঙ্গকারী ।
- তরাইনের প্রথম যুদ্ধ ঘটে ১১৯১ খ্রিঃ -এ মোহাম্মদ ঘোরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান (জয়ী) এর মধ্যে । তরাইনের দ্বিতীয় যুদ্ধ ঘটে ১১৯২ খ্রিঃ -এ দ্বিতীয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘোরি (জয়ী) এর মধ্যে ।
- দিল্লীর দাস বংশের প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক । আইবক কথার অর্থ দাস ।
- কুতুবমিনার নির্মাণ কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবক ,শেষ করেন ইলতুৎমিস ।
- ইলতুৎমিস-এর রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারতে আসেন।
- গিয়াসউদ্দিন বলবনের আসল নাম উলুঘ খাঁ।
- ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরু কে ।
- দিল্লির সুলতানি হিসেবে আলাউদ্দিন খলজী প্রথম দাক্ষিণাত্য জয় করেন ।
- সুলতানি আমলে আলাউদ্দিন খলজি বাজারদর নিয়ন্ত্রণ , দাগ ও হুলিয়া চালু করেন ।
- আলাউদ্দিন খলজী জমি জরিপের ব্যবস্থা করেন ।
- ফিরোজ শাহ তুঘলক কর্মদপ্তর স্থাপন করেন চালু করেন।
- দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন ।
- তৈমুর লঙ 1398 খ্রিস্টাব্দে তুঘলক বংশের শেষ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময় ভারত আক্রমণ করেন।
- বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহ কে।
- কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদীনকে ।
- সুলতানি যুগে তিনজন মহাপুরুষ হলেন রঘুনাথ, রঘুনন্দ ও শ্রী চৈতন্যদেব ।
- তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে।
- কবীর সুলতান সিকান্দার লোদীর সমসাময়িক ছিলেন ।
- ভক্ত কবিদের কবিতাকে বলা হয় দোঁহা ।
- শিখদের ধর্মগ্রন্থ হল গ্রন্থসাহেব ।
- গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ।
- জাহাঙ্গীর শিখদের পঞ্চম গুরু অর্জুন কে হত্যা করেন ।
- ঔরঙ্গজেব নবম গুরু তেগ বাহাদুর কে হত্যা করেন ।
- শিখদের দশম গুরু গোবিন্দ সিং খালসা বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন ।
১৫২৭ খ্রিঃ -এ খানুয়ার যুদ্ধে রানা সঙ্গকে পরাস্ত করেন । ১৫২৯ খ্রিঃ -এ ঘর্ঘরার যুদ্ধে বাবর সম্মিলিত আফগান জোটকে যুদ্ধে পরাস্ত করেন। ১৫৩০ খ্রিঃ-এ 47 বছর বয়সে তিনি মারা যান ।
হুমায়ুনঃ হুমায়ুন ছিলেন বাবর এর পুত্র এবং তার মাতা ছিলেন মাহম বেগম। তার শাসনকালে প্রথম পর্বে ১৫৩০-৪০ খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় পর্বে 1555 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল । হুমায়ুনের ভগ্নি গুলবদন বেগম এর লেখা গ্রন্থ হুমায়ুননামা থেকে রাজত্বকাল সম্পর্কে জানা যায়।
১৫৩১ খ্রিস্টাব্দে কালিঞ্জর অবরোধ এবং ১৫৩২ খ্রিস্টাব্দে দৌরার যুদ্ধে মামুদ লোদীকে পরাজিত করেন । ১৫৩৫ খ্রিস্টাব্দে গুজরাটের শাসক বাহাদুর শাহকে পরাজিত করে গুজরাট ও মালব জয় করলেও ১৫৩৬ খ্রিস্টাব্দে বাহাদুর শাহ নিজ রাজ্য পুনরুদ্ধার করেন ।
১৫৩৯ খ্রিস্টাব্দে শেরখান হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ সুরি উপাধি ধারণ করেন ।
১৫৪০ খ্রিস্টাব্দে কনৌজ এর শেরশাহ দ্বারা যুদ্ধে পরাজিত হয়ে পারস্যে আত্মগোপন করেন।
১৫৫৬ খ্রিস্টাব্দের ২৪ শে জানুয়ারি হুমায়ুন পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে যান এবং ২৬ শে জানুয়ারি তার মৃত্যু হয় ।
শের শাহ এর বাল্য নাম ফরিদ খাঁ । শেরশাহ কাবুলিয়াৎ ও পাট্টা প্রথা চালু করেন।
রুপি নামে রৌপ্য মুদ্রা চালু করেন। ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেন ।
আকবরঃ আকবর 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করেন ।
1976 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ সিংহ কে পরাজিত করেন।
1582 খ্রিস্টাব্দের নতুন রাজস্ব ব্যবস্থা শুরু করেন । এর নাম দেন তোদরমলের জাবত ।
আকবর মনসবদারি প্রথা চালু করেন।
1582 খ্রিস্টাব্দে আকবর দীন-ই-ইলাহী ধর্মমত এর প্রবর্তন করেন।
জাহাঙ্গীরঃ জাহাঙ্গীর এর আসল নাম সেলিম প্রথম জেমস এর দূত হিসাবে জাহাঙ্গীরের দরবারে আসেন।
শাহজাহান কথার অর্থ পৃথিবীর অধিপতি ।
আমাদের সাথে facebook page এ যুক্ত থাকতে এই লিঙ্কে click করুন
শের শাহ এর বাল্য নাম ফরিদ খাঁ । শেরশাহ কাবুলিয়াৎ ও পাট্টা প্রথা চালু করেন।
রুপি নামে রৌপ্য মুদ্রা চালু করেন। ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেন ।
আকবরঃ আকবর 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করেন ।
1976 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ সিংহ কে পরাজিত করেন।
1582 খ্রিস্টাব্দের নতুন রাজস্ব ব্যবস্থা শুরু করেন । এর নাম দেন তোদরমলের জাবত ।
আকবর মনসবদারি প্রথা চালু করেন।
1582 খ্রিস্টাব্দে আকবর দীন-ই-ইলাহী ধর্মমত এর প্রবর্তন করেন।
জাহাঙ্গীরঃ জাহাঙ্গীর এর আসল নাম সেলিম প্রথম জেমস এর দূত হিসাবে জাহাঙ্গীরের দরবারে আসেন।
শাহজাহান কথার অর্থ পৃথিবীর অধিপতি ।
আমাদের সাথে facebook page এ যুক্ত থাকতে এই লিঙ্কে click করুন
Please do not enter any spam link in the comment box