Ad-1

if( aicp_can_see_ads() ) {

Indian polity সম্পর্কিত কিছু আলোচনা (পর্ব ৩ )


Important Discussion about Indian Polity :part 3


1. সুপ্রিম কোর্ট 1967 সালের গোলকনাথ মামলায়  রায় দিয়েছিল যে পার্লামেন্ট মৌলিক অধিকারের   মূল  স্বভাব কখনোই পরিবর্তন করতে পারবে না  ।  সংবিধানের 361 (A) নং ধারায় বলা হয়েছে যে পার্লামেন্ট ( সংসদ এর উভয় কক্ষ ) , রাজ্য বিধানসভা  ও বিধান পরিষদের গোপন অধিবেশনের বিষয়বস্তু কখনো সংবাদপত্রে প্রকাশ করতে পারবে না । 

2.  2002 সালে প্রণীত 86 তম সংশোধনী আইনে বলা হয়েছে যে ছয় মাস বয়স না হওয়া পর্যন্ত প্রত্যেক শিশুর  যত্নের দায়িত্বভার রাষ্ট্রের । 1976 সালে 42 তম সংশোধনী আইন দ্বারা ভারতের সংবিধানের চতুর্থ- ক  অংশে দশটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয় । 2002 সালে আরো একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়,  যার ফলে বর্তমানে মোট 11 টি মৌলিক কর্তব্য সংবিধানে রয়েছে । 

3. 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009 সালে পাশ হয় এবং 2010 সালের  1 এপ্রিল থেকে এই আইনটি কার্যকর হয় । এই আইনটি ভারতের সংবিধানের তৃতীয় অংশে 21-ক  নং ধারায় মৌলিক অধিকারের স্থলে  স্থান করে নিয়েছে । জম্মু-কাশ্মীর ব্যতিরেকে ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চালু রয়েছে।

4.  ভারতবর্ষে তথ্য জানার অধিকার আইন (RTI ) কার্যকরী হয় 2005 সালের 12 ই অক্টোবর ।  এই তথ্য জানার অধিকার আইনটি একমাত্র জম্মু ও কাশ্মীর রাজ্য ব্যতিরেকে ভারতের সমস্ত রাজ্যের প্রচলিত ।       
    রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারি থাকাকালীন সংবিধানের 20 ও 21 নং ধারা কোন ভাবে নিষিদ্ধ করা যায় না । সংবিধানের 20 নং  ধারায় বলা হয়েছে যে কোন অপরাধমূলক কাজের জন্য কোন ব্যক্তিকে অভিযুক্ত করা হলে সেই সময়কার প্রচলিত আইন লঙ্ঘনের জন্য অপরাধ না হলে তাকে অপরাধী সাব্যস্ত করা যাবে না । সংবিধানের 21 নং ধারায় বলা হয়েছে প্রতিটি নাগরিকের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে। 

5. ভারতের সংবিধান যখন প্রবর্তিত হয় তখন সংবিধানে মোট সাতটি মৌলিক অধিকার ছিল । তখন সম্পত্তির অধিকার (Right to Property ) সংবিধানের 31 নং ধারায় মৌলিক অধিকার রূপে স্বীকৃত ছিল।  কিন্তু 1978 সালের 44 তম সংবিধান সংশোধনী আইন  দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার-এর আওতা থেকে বার করে  সংবিধানের 300-A ধারায়  সাধারণ আইনী অধিকার রূপে স্বীকৃতি প্রদান করা হয়েছে ।

6.   1987 সালের অরুনাচল  প্রদেশ ছাড়াও  56 তম সংশোধনী আইন দ্বারা  গোয়াও ভারতবর্ষের পূর্ণ রাজ্যের মর্যাদা পায় । ভারতের সংবিধানের 370 নং ধারা অনুযায়ী জম্মু-কাশ্মীরের  বিশেষ সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এর মধ্যে অন্যতম হলো জম্মু-কাশ্মীর রাজ্যের জন্য পৃথক সংবিধান ।

7.  ভারতের সংবিধানের প্রস্তাবনা আজ পর্যন্ত একবারই সংশোধন করা হয়েছে ।  1976 সালে  42 তম সংশোধনী আইন দ্বারা সমাজতান্ত্রিক (Socialist) এবং  ধর্মনিরপেক্ষ (Secular ) শব্দটিকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে ।  সংবিধান সভার খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি আর আম্বেদকর । এই কমিটির প্রতিষ্ঠা হয়েছিল  1947 সালের 29 আগস্ট । সংবিধান তৈরি করতে সময় লেগেছিল  2 বছর 11 মাস 18 দিন ।  1946 সালে ক্যাবিনেট মিশনের ভারতের সংবিধান প্রস্তুত করার জন্য কনস্টিটিউয়েন্ট এসেম্বলি প্রতিষ্ঠা করা হয়েছিল ।

8. ভারতীয় সংবিধানের 143 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন আইনগত বিষয় সুপ্রিমকোর্টের পরামর্শ চাইতে পারেন । রাষ্ট্রপতির আবেদনে সাড়া দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতির অর্ধেকের সম্মতি প্রয়োজন । ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।  স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালের 28 জানুয়ারি । 

9.    সুপ্রিম কোর্ট বর্তমানে প্রধান বিচারপতি এবং 30 জন বিচারপতি নিয়ে গঠিত।  সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম Ranjan Gogoi . সংবিধানের 370 ধারায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের কার্যকালের মেয়াদ সম্পর্কে আলোচনা করা হয়েছে । অ্যাটর্নি জেনারেল ভারতবর্ষের সর্বোচ্চ আইনী  আধিকারিক। 

10.  সংবিধানের 76 নং ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আলোচনা করা হয়েছে।  তিনি সংসদের সদস্য না হয়েও সংসদের উভয় কক্ষের অধিবেশনে উপস্থিত থাকতে পারেন এবং বক্তব্য  রাখতে পারেন।  বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল পদে আসীন হয়েছেন  K. K. Venugopal .

11. ভারতীয় সংবিধানে 360 নং ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন । আর্থিক জরুরি অবস্থা জারি হলে রাষ্ট্রের সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের এমনকি  বিচারকদের বেতন হ্রাস  হতে পারে । ভারত রাষ্ট্র হল রাজ্যসমূহের ইউনিয়ন (Union of States). 

12.  সংবিধানের 1 নং ধারায় এভাবে ভারত রাষ্ট্রকে বর্ণনা করা হয়েছে । রাজ্যসমূহের ইউনিয়ন বলতে বোঝানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম রাজ্যগুলির চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র গঠন করেছে,  ভারতবর্ষে সেরকম হয়নি । ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় সরকারের জন্য রাজ্যগুলো সৃষ্টি হয়েছে । 

13. ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের (UPSC) সদস্যদের সুপ্রিমকোর্টের পরামর্শ দ্বারা পদচ্যুত করতে পারেন । ভারতের সংবিধান সভার চেয়ারম্যান ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ ।  সংবিধান সভার ভারতীয় সংবিধান তৈরি করতে সময় লেগেছিল দু বছর 11 মাস 18 দিন । কেন্দ্রীয় রাষ্ট্র কৃত্যক কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হবে সেটা নির্ধারণ করেন ভারতের রাষ্ট্রপতি।

14. ভারতের সংবিধানের চতুর্থ অংশে 51 নং ধারায় নাগরিকদের জন্য 11 টি মৌলিক কর্তব্যের ঘোষণা করা হয়েছে  । এই 11 টি মৌলিক কর্তব্যের মধ্যে একটি অন্যতম হলো জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ।

    রাষ্ট্রের প্রতি  নির্দেশমূলক নীতি সমূহ আদালতের  বলবৎ যোগ্য না হলেও একটি রাষ্ট্রব্যবস্থা সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য এটি একটি অত্যাবশ্যকীয় উপাদান । ভারতের সংবিধানের চতুর্থ অংশে  36 থেকে 51 নং ধারায় রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি সমূহ বর্ণনা করা হয়েছে । এই নীতিগুলো লঙ্ঘিত  হলে আদালতে মামলা রুজু করা যায় না , কিন্তু এটি অবশ্যই ভারতীয় সংবিধানের অংশ ।

15. নির্দেশাত্মক নীতি গুলো হলো ভারতীয় সংবিধানের এক অনন্য বৈশিষ্ট্য । আইল্যান্ডের সংবিধান থেকে এই নির্দেশাত্মক নীতি গ্রহণ করা হয়েছে।  সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি কর্মচারীগন রাষ্ট্রপতি কিংবা রাজ্যপালের ইচ্ছা অনুসারে পদে অধিষ্ঠিত থাকতে পারেন।

  কিন্তু কর্মচারীদের (Civil Servants) জন্য রাষ্ট্রপতি অথবা রাজ্যপালের ইচ্ছা অনুযায়ী অপসারিত না হওয়ার জন্য বিশেষ রক্ষাকবচ আছে যথা ঃ

a.  একজন সিভিল সার্ভেন্ট যে কর্তৃপক্ষের দ্বারা নিযুক্ত হয়েছেন কখনোই তার অবস্থান কর্তৃপক্ষের দ্বারা অপসারিত হতে পারেন না।

b.  একজন সিভিল সার্ভেন্টকে কখনোই আত্মপক্ষ সমর্থনের অধিকার না দিয়ে তাকে তার পদ থেকে অপসারণ বা তারপর থেকে নিম্ন পদে নামিয়ে দেওয়া যায়না ।

16.  স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় 28 জানুয়ারি 1950 সালে । ভারতের সংবিধানের 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট পাঁচ প্রকার লেখ (Writ) জারি করতে পারে । প্রহিবিশন কথাটির অর্থ হল নিষেধ করা ।  এই লেখ জারি করার মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজ সীমার বাইরে কাজ না করার নির্দেশ দেয় ।

Indian polity   সম্পর্কিত কিছু আলোচনা  (পর্ব  ১ ) দেখতে এখানে  click  করুন।

Indian polity   সম্পর্কিত কিছু আলোচনা  (পর্ব  ২ ) দেখতে এখানে  click  করুন ।

আমাদের সাথে facebook page এ যুক্ত থাকতে এই লিঙ্কে click  করুন  




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.